অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
দেশের যে কোন শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে চেক করবেন তার পদ্ধতি আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে তুলে ধরেছি। তো চলুন দেখে নেওয়া যাক অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম:_
প্রথমে আপনাকে এই লিঙ্ক https://eboardresults.com/v2/home এ প্রবেশ করতে হবে। লিংকটিতে প্রবেশ করার পর_
Examination: এই অপশনে পরীক্ষার নামটি সিলেক্ট করুন।
Year: যেই সালে পরীক্ষা দিবেন সেই সাল সিলেক্ট করুন।
Roll: পরীক্ষার্থীর রোল নম্বর লিখুন এই অপশনে।
Registration: এই ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
Submit: এইখানে কয়েকটি সংখ্যার যোগ করতে বলবে, যোগ করে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত সঠিক ফলাফল টি দেখতে পাবেন।
0 Comments: