এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার নিয়ম
২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। ২০২৩ সালে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে বর্তমান মাসের আঠাশ তারিখে।
আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে।বোট চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য তোমরা প্রথমে চলে যাবে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে গুগল অথবা ক্রোম রোজারে যাওয়র পর উপরে তোমরা সার্চ করবে https://eboardresults.com/v2/home রেজাল্ট লিখে সার্চ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।এখানে প্রথম যে লিংক রয়েছে এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে।
প্রথমে রয়েছে এক্সামিনেশন এখানে এসএসসির দাখিল ইকুইবমেন্ট এটা সিলেক্ট করবেন. তারপর রয়েছে ইয়ার. এখানে টু থাউজেন্ড টুয়েন্টি থ্রি দিবে। তারপর রয়েছে বোর্ড. এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে রেজাল্ট টাইপ এখানে দিবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট প্রথম যেটা রয়েছে সেটা দেবে দেওয়ার পর এখানে রয়েছে রোল নাম্বার. এখানে তোমার রোল নাম্বার দিবে। এখানে আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি রোল নাম্বার দেওয়র পর নিচে রয়ছে রেজিস্ট্রেশন নম্বর।
এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবে। তার পর এখানে একটা কোড তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোডটা থাকবে এগুলো নিচে খালি করে বসিয়ে দিবে। কোড দেওয়ার পর এখানে গেট রেজাল্ট লিখা রয়েছে এই গেট রেজাল্টে ক্লিক করবেন।গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চলে আসবে।
তাছাড়াও তোমরা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করেও তোমাদের রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবে প্রত্যেকটা বোর্ডের। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তন হবে তাদের মোবাইলে একটা এসএমএস চলে আসবে যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আপনার মোবাইলে কোন ধরনের এসএমএস আসবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ
0 Comments: