Headlines
Loading...
এইচএসসি পরীক্ষা ২০২৩ কত নম্বর পেলে A+ A A- B C D গ্রেড

এইচএসসি পরীক্ষা ২০২৩ কত নম্বর পেলে A+ A A- B C D গ্রেড



এইচএসসি পরীক্ষা ২০২৩ এ কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তা নিয়ে আজকে আমরা মূলত কথা বলব। এ বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ।


বর্তমান শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করা শেষে জানতে চাচ্ছে তারা কত নম্বর পেয়েছে এবং তার উপর ভিত্তি করে কোন গ্রেড হতে পারে।


যার মাধ্যমে শিক্ষার্থীরা রেজাল্ট একটু হলও যাচাই করতে পারবে। আমরা শিক্ষার্থীদের বিষয়গুলো একে একে তুলে ধরছি।


এইচ এস সি পরীক্ষা ২০২৩ পাশ নম্বর –

এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কে আলাদাভাবে পাশ করতে হবে। তবে প্রথম ও দ্বিতীয় পত্র সৃজনশীল একসাথে পাস করতে হবে


এবং বহুনির্বাচনী একসাথে পাস করতে হবে। সৃজনশীল এর ক্ষেত্রে শিক্ষার্থীকে আলাদাভাবে ৭০ নম্বরের মধ্যে


২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য এবং বহুনির্বাচিত ৩০ নম্বরের মধ্যে শিক্ষার্থীকে ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য। ৫০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে


শিক্ষার্থীকে সৃজনশীলের 17 পাস করার জন্য এবং বহুনির্বাচনী 25 নম্বর পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে আলাদাভাবে ৮ নম্বর পেতে হবে পাশ করার জন্য।


কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে তার নিচে তুলে ধরা হলোঃ

A+ পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ১০০-৮০ পেতে হবে

A পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ৭৯-৭০ পেতে হবে

A- পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ৬৯ -৬০ পেতে হবে

B পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ৫৯ -৫০ পেতে হবে

C পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ৪৯ -৪০ পেতে হবে

D পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ৩৯ -৩৩ পেতে হবে

F পেতে হলে শিক্ষার্থীকে ১০০ নম্বরের মধ্যে ৩২ -০০পেতে হবে

যে সকল বিষয়ে 75 নম্বরে পরীক্ষা আয়োজন করা হচ্ছে সেখানে 75 নম্বরে মূল্যায়ন করা হবে এবং ব্যবহারিক এর ২৫ নম্বর


যোগ করে মূল ফলাফল প্রস্তুত করা হবে। মূলত 100 নম্বরের সেই বিষয়গুলোতে পরীক্ষায় আয়োজন করা হচ্ছে।


গ্রেড পয়েন্ট যখন নির্ণয় করা হবে তখন সৃজনশীল বহুনির্বাচনি এবং ব্যবহারিক একসাথে যোগ করে নির্ণয় করা হবে।


কিন্তু এইচএসসি পরীক্ষা ২০২৩ পাশ করার ক্ষেত্রে সৃজনশীল বহুনির্বাচনী এবং ব্যবহারিক আলাদা মূল্যায়ন করা হবে।

0 Comments: